চবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো ৫ দিন
চবি ভর্তি পরীক্ষার আপডেট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২
২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরো ৫ দিন বাড়ানো হয়েছে। দেশের বন্যা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৩ জুলাই) ভর্তি পরীক্ষা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী ৮ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আর ভর্তি পরীক্ষার আবেদন ফি দেওয়া যাবে ১৫ জুলাই পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এরইমধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৩৫৮ টি।
এর আগে গত ১৫ জুন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়। পরে ৩ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও সময় বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট রেজাল্ট ২০২২
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৬ আগস্ট থেকে শুরু হবে। এর মধ্যে,
- ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা হবে ১৬ ও ১৭ আগস্ট ।
- ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা হবে ১৯ আগস্ট।
- ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা হবে ২০ ও ২১ আগস্ট।
- ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২২ ও ২৩ আগস্ট।
- উপ-ইউনিট ‘বি-১’ এর পরীক্ষা ২৪ আগস্ট সকালে এবং উপ-ইউনিট ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে।
One Comment